img চে'র সাইকেল ২০ মার্চ ২০১৬ দুপুর ১৯:৩৪

জামায়াতের যতই সমালোচনা করিনা কেন,এদের আদর্শিক ভিত্তি অনেক শক্তিশালী।

img সাইক্লোন ২১ মার্চ ২০১৬ দুপুর ১৩:১০

জামায়াতকে যতই ঘৃনা করিনা কেন,এটা স্বীকার করতে আমার কোন সমস্যা নেই

img সুকান্ত ২০ মার্চ ২০১৬ দুপুর ২০:০৯

জামাতীর মনে জামাত জামাত। আর কেউ এদের মত কুলাংগারকে পছন্দ করেনা । করতে পারেনা।

img সাইক্লোন ২১ মার্চ ২০১৬ দুপুর ১৩:০৯

পছন্দই যদি না করবে,তাহলে এতগুলো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হল কেমনে!আপনি বুঝি শতদলে বিভক্ত ইনু মার্কা লোক?

img সুকান্ত ২১ মার্চ ২০১৬ দুপুর ১৪:৫৭

হিটলারের ঐক্যবদ্ধ সেনাদল নিয়ে লিখুন। কতটা অটুট থেকে তারা মানুষ মেরে গেছে! আপনি ভালো করেই জানেন খারাপের ঐক্য সমাজের জন্য বিপদজনক।

img সাইক্লোন ২৭ মার্চ ২০১৬ দুপুর ১৩:৩৬

ভালো মন্দের ব্যাখ্যাতো সময়ের সাথে গতিশীল

img সাইক্লোন ২১ মার্চ ২০১৬ দুপুর ১৫:৫০

ঐক্য আর আদর্শ এক জিনিস নয়।আদর্শ ছিলোনা বলেই হিটলার বাহিনী ধ্বংস হয়ে গেছে।কিন্তু জামাতীরা যে আদর্শে বিশ্বাসী সেটার আগ্রহ দিনদিন বাড়ছে

img দাউকুটুম্ব ২৩ মার্চ ২০১৬ দুপুর ১৪:০৭

দ্বিমত করছি। হিটলারের আদর্শ ছিলো চরম জাতীয়তাবাদ। জামাতীদের আদর্শ ধর্ম ভিত্তিক চরম জাতীয়তাবাদ।

img সাইক্লোন ২৭ মার্চ ২০১৬ দুপুর ১৩:৩৫

ঠিক বলছেন,তবে আমি বলছিলাম ডানপন্থি বা বামপন্থির কোনটাই হিটলার ধারন করতেন না।জাতীয়তাবাদ তো সবার মধ্যেই কমবেশি থাকে

img সাইক্লোন ২৭ মার্চ ২০১৬ দুপুর ১৩:৩২

tongue rolleye tongue laugh