img গুয়েভারা’র বন্ধু ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৩:৩১

চিন্তার খোরাক রয়েছে!

img ডন ভিটো কর্নিয়লি ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৩:৩৬

প্রথম ভাষা দিবস মূলত পালন করা হয় ৮ ফাল্গুন।আর ৮ ফাল্গুন ছিল গতকাল।অর্থাৎ গতকালকের দিনটি ছিল আমাদের অহংকার, ভাষা দিবস।সালাম, রফিক,জব্বার প্রমুখরা ফাল্গুনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছিল ফেব্রয়ারীকে প্রতিষ্ঠিত করার জন্য নয়।

img শর্মিলা ঠাকুর ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৮:০০

ইংরেজি ক্যলেন্ডার এবং বাংলা ক্যালেন্ডারের কিছু পার্থক্যের জন্য একদিন পরিবর্তিত হয়েছে। ৫২ তে ২১শে ফেব্রুয়ারী ছিল ৮ ফালগুণ

img সুকান্ত ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৫:২৩

খুবই গুরুত্বপূর্ণ পট তুলে এনেছেন। সত্যিই আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে আন্তর্জাতিকতা নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছি। শহিদ দিবসের ভাবগাম্ভীর্য একেবারেই নষ্ট হয়ে গেছে!

img শর্মিলা ঠাকুর ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৮:০১

একেবারেই

img দাউকুটুম্ব ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৫:৩৭

শহীদ দিবস

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৫:৪৮

কেউ কাদতে চায়না। সবাই স্বার্থপর।

img চিঙগিস খান ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:০৩

তবুও বেঁচে থাক গণমানুষের আবেগ ও ভালোবাসা!

img সাধক ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৯:২০

অথচ উল্টোটা হতে পারতো। আমাদের মত করে সারা পৃথিবী প্রভাতফেরি করবে। খালি পায়ে ফুল অর্পন করবে। তাইতো হওয়া উচিত ছিল। একমত।

img শর্মিলা ঠাকুর ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৯:৩৩

ধন্যবাদ