img সুকান্ত ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৮

আজ সকল ভাষা শহিদদের শ্মরণ করছি। তারা শান্তি পাক।

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৫:৪৫

ধন্যবাদ

img দাউকুটুম্ব ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৩:০৫

আসামের ভাষা আন্দোলন নিয়ে আমি পড়াশুনা করছিলাম। অবাক হলাম বাঙালি নিজের আত্মদান সম্পর্কে জানেই না। ঢাকার মত আরেকটা আত্মদান যে আছে, তা কেউ জানেই না। জানাইতেও চায়না বাঙালি বুদ্ধিজীবিরা।



সেই যায়গা থেকে এইদিন বের হয়ে এলেন বলে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৫:৪৫

আপনাকেও শুভেচ্ছা দাদা!

img শিশির ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:২৩

এই প্রথম জানলাম! অনেক অনেক কৃতজ্ঞতা দাদা!

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:৩০

অনেকেই আজ প্রথম জানবে। এই গৌরব ইতিহাস প্রচার পায়নি!

img শিশির ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:২৪

বাকী অংশ তাড়াতাড়ি দিতে হবে!

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:৩০

অবশ্যই দাদা

img গুয়েভারা’র বন্ধু ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:২৪

ধন্যবাদ গুরুত্বপূর্ন পোষ্টটির জন্য। তবে সংশোধনী প্রয়োজন, ভারতের স্বাধীনতার সালটি ১৯৭৪ মনে হয় ভুল করে লিখেছেন যা ১৯৪৭ হবে!!!!!!!!!!!

img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৬:৩০

হ্যাঁ। সংশোধন করা হল। অনেক ধন্যবাদ।