img পাগলা বাবা ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪২

বিপ্লবটা শুরু হয়েছিলো। কিন্তু কেন যেন সমাপ্ত না হতেই ক্ষনিক স্থির হয়ে গেল! এখনই বাংলা ভাষা কান্না করে আদালতের দরজা ধরে। বাংলা ভাষা কান্না করে চাকরির ইন্টারভিউয়ে। কিংবা বাংলায় অনার্স করা কোন ছেলের আশংকার মাঝে। বাংলাকে অপমান করে আজ বাঙালি গর্ব করে। বিপ্লব আসলেই থামেনা। একে থামিয়ে দেয়া যায়না। আবার সালাম, বরক, রফিক, জব্বার, শফিউলদের ডাক পড়েছে।

img সাধক ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৭

ডাক পড়েছে এবং সবাই ডাকছে। কিন্তু যারাই ডাকছে, তারাই ডুবাচ্ছে।

img সুকান্ত ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫২

প্রতিবাদ, প্রতিরোধ ছাড়া কোন একাত্তর আসেনা
বিপ্লব ছাড়া মুক্তি আসেনা, বায়ান্ন আসেনা।

img সাধক ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৭

আসুন আরেক বিপ্লবে ঝাঁপিয়ে পড়ি।

img দাউকুটুম্ব ২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১৩:১০

ভাষা আর অধিকার সবই প্রতিবাদের ফল। অত্যাচার যতদিন প্রতিবাদ ততদিন।