img মুক্তি পাগল ২৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৬

ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারাই বাংলাদেশের শত্রু। একই সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনকের শত্রু। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্য কথাটা বলেও জননেত্রী খারাপ!

img ফিয়া ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৪৬

ধর্ম নিয়েতো আপনার নেত্রীই ব্যবসা করে। ভোটের সময় মাথায় পট্রি। আলেমদেরকে ভাই ডাকা। নির্বাচনের পর শাফলা চত্বরে সেই ভাইদের ওপরই অপারেশন ফ্ল্যাশ আউট!!!!

img চে'র চিঠি ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৪৮

দাদা, এদের সংখ্যা খুবই নগন্য। এরা সবসময় এমন মুনাফেকী করেছে। পরাজিত শক্তি এমনই হয়।

img বউ কথা কও ২৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৮

কিসের সাথে কি মিলালেন ভাই? পশ্চিমাদের ষড়যন্ত্র কি শুধু বাংলাদেশেই হয়েছে? সব দেশেই কি কথিত 'উদীয়মান ইসলামী শক্তি' ছিলো?

img চে'র চিঠি ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৪৭

কারে কি জিগান দাদা? ঐগুলার মাথায় কিছু আছে নাকি??

img ফিয়া ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৪৭

অবশ্যই ছিলো। কোথাও উদিয়মান দল ছিলো, কোথাও উদীয়মান সরকার ছিলো। যা তাদের সহ্য হয়নি। কুয়েত সৌদি কাতার আরব আমিরাতের মত দালালী করলেই ওদের কাছে ভালো।

img বউ কথা কও ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৪:০৬

হা হা হা। সাদ্দাম হোসেন তো বাথ পার্টি করত। তাছাড়া সে নিজেই আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিলো। সেটাই ইসলামের সরকার ছিলো? লিবিয়ার গাদ্দাফী তো ইসলাম কায়েম করেনি, তাহলে সে মরল কেন? সব কিছুই ইসলামের জন্য হয়নি। বরং এখানে জিও পলিটিক্যাল ব্যাপার ছিলো। ঠুংকো ভাবে সব কিছুতে ইসলাম ভাবলে তো হবে না।

img বউ কথা কও ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৪:০৭

চে'র চিঠি@ হা হা হা

img ফিয়া ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৮:২২

আমেরিকার শক্তি সবসময় আমেরিকার থাকেনা। আলকায়েদা তাদের হাতের তৈরি হলেও একসময় তাদের জন্যই বুমেরাং হয়ে গেছিলো। সাদ্দামেরটাও সেরকমই। ওদের টার্গেটেই মুসলিম দেশ। সেটা যেকোনো উসিলায়। তবে কাতার টাইপের কিংবা সেকুলার ধাঁচের মুসলিম দেশ নয়।

img চে'র চিঠি ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৪৬

বাংলাদেশে রাজাকারের ভাবনার মূল্য নাই। সামরাজ্যবাদ বিরোধী একটা গুরুত্বপূর্ণ বিষয়কেও নিয়েও রাজাকারি শুরু করছে।

img ফিয়া ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৩:৫০

ইসলামের পক্ষে বললেই বুঝি রাজাকার???? হা হা হা

img চে'র চিঠি ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৪:০৩

হ! সব কিছুই ইসলামের পক্ষে। ঐ চোগলখোরীটাও। ছাগু আর মানুষ হবে নাকি??

img শিশির ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৪:০০

এসব মুসলিম বিশ্বের সমস্যা। আর এখানে রাজনীতি মেশানো খুবই খারাপ কাজ। ইসল্কলামের নামে পেট্রোল বোমা যারা মারে তারাই বোমা হামলাও করতে পারে। মূলত ইসলামের নামেই ইসলামের শত্রুরা কাজ করে। ইহুদিদের চেয়ে মুসলিম নাম ধারীরাই ইসলামের বড় শত্রু।

img ফিয়া ২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৮:২৩

শেষের কথাটা ঠিক বলছেন। হাসিনার মত নামধারী মুসলিমরাই ইসলামের বড় শত্রু।