img কানাই ২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৪

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ?

img মুক্তি পাগল ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৭:৫৫

আহা!

img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৩৯

কেমনে কই?

img কাবিলা ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২২

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো

আমার গানের মালাগো

কুড়িয়ে তুমি নিয়ো।

img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৪১

অসাধারণ কথা

img সাইক্লোন ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:১৪

প্রিয় এমন তার নয় হবে,এমন রাত যেন যায়না বৃথা।

img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৪১

হু

img কাব্য ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:১৯

ফুল যদি নিই তোমার হাতে

জল রবে গো নয়ন পাতে

অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।




শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে




আমার প্রিয় গান ...



img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৪২

আমারও

img পাগলা বাবা ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৭:১১

নজরুল এমন প্রতীভা যে তাকে একশভাগ উপস্থাপন করা অসম্ভব। তিনি যেসময় বিদ্রোহ করেছেন সে সময় সেটা ছিলো অনন্য। একজন কবি হিসেবে বিদ্রোহের মাধ্যমে তিনিই তার স্বকীয়তা দেখিয়েছেন।



এতে সবাই এই বিষয়টাকেই বিশেষ দৃষ্টিতে দেখে থাকেন। অথচ নজরুল এমন একজন ব্যাক্তিত্ব যিনি সর্বাধিক ভক্তি সংগীতেরও রচয়িতা। তার ভক্তি সংগীত গেয়ে পুঁজো করা হয়। শতগুণের পাশাপাশি তিনি প্রেমের কবিও।



জীবন্ত দুখু মিয়া শুধু আর্থিক দিক থেকেই বঞ্চিত ছিলেন না, নিজের বহু গুণের কদর না পাওয়া চিরো দুখী মানুষ হলেন নজরুল। উনি বাঙ্গালী জাতির দ্রুবতারা।

img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৪২

আসলেই

img মুক্তি পাগল ২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৭:৫৫

আলগা করো গো খোপার বাঁধন

দিল ওহি মেরা ফাস গায়ি

বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা

ইশক মেরা কাস গায়ি



অসাধারন!

img শর্মিলা ঠাকুর ২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৪৩

হু

আন্ধা ইশক মেরা কাস গায়ি