img ফিনিক্স পাখী ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৩

অনেক অনুপ্রেরণার ব্যাপার! সবই ঠিক আছে কিন্তু অনেক সময় পেড়িয়ে এসেছি। সাফল্যগাঁথার একটা নিষ্টুর সত্য হলো- কেবল সফলদের ইতিহাসই লিখা হয়। ব্যর্থদের ভুলে থাকতেই ইতিহাসের বড় সূখ। এটাও ব্যর্থতা মোচনের বড় প্রতিবন্ধক!

img সাধক ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৭

গ্লাসের অর্ধেক পানি পূর্ণ না কি অর্ধেক খালি আছে- তা নির্ধারিত হয় মানসিক অবস্থান থেকে। যেখানে ব্যর্থতার বসবাস, সেখানে সম্ভবত মানসিক হীনমন্যতাটা অনেক বেশীই ! তাই না?

img পথিক ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৫:০১

কমপক্ষে মেসির ছবিটি এতো ছোট বা কম রেজুলেশনের মেনে নিতে পারছিনা। confused

আর মাইকেল জর্ডানের বড় একটা ছবি দেয়ার অনুরোধ থাকল।

img সাধক ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৫৭

অনেক ধন্যবাদ জনাব। আমার ব্লগ আসলেই যে সচেতনতার সাথে পড়েছেন- এটা তারই প্রমাণ। ছবিদ্বয় পরিবর্তনের চেষ্টা করছি।

img চিঙগিস খান ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:০৮

impossible is very bad word!

img কাবিলা ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৬:৫২

"আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা"

অসাধারণ বলেছেন জর্ডান সাহেব।

img মাটির ময়না ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৮:০৬

ভাল লাগোল। ইন্সপায়ার করার লোকও বড় অপ্রতুল। তারা সত্যিকারই হিরো। লেখকের সাফল্য কামনা করছি।

img ভূয়াপূরী ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৯:০৪

মুদ্রার একপিঠ দেখালেন-ওপাড়ের দুঃখগাঁথাটা বুঝলেন না মশাই! excaim cheese

img মাটির ময়না ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৯:৩৮

সব মানুষ, সব জাতির জীবনে কষ্ট আর দুঃখই তো সুখ এনেছে। আবার সাময়িক দুঃখের কথা ভেবেই তো মানুষ আগায় না! :( উৎসাহ নেয়ার সময় আপনি কি নেগেটিভ কথাও আশা করেন?

img ভূয়াপূরী ২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৯:৪৯

সম্ভবত আপনি আমার মন্তব্যকে নেগেটিভ এটিটিউডে নিলেন। দুঃখগাঁথা থেকেও বহুত ইন্সপাইরেশন আছে ডিয়ার! সবাই শুধু সফলদের খ্যাঁতা নিয়ে টানাটানি করে।