img এদলাল ১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ২০:৫৩

আসাদ গেট থাকতো আইয়ুব গেট নামে!

img কানাই ১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ২০:৫৮

আসলেই তাই

img সাধক ১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ২১:১৬

নিঃসন্দেহে জালিম পাকিদের হাত থেকে মুক্তি পেয়ে আমরা ইতিহাসের সেরা অর্জন করেছি। যে ধর্মের দোহায় দিয়ে ৪৭ এ পাকিস্তান ভাগ হয়েছিল, মাত্র ২৪ বছরের ব্যবধানেই সেই পাকিস্তান শোষকের ভূমিকায় অবতীর্ণ হলো। ধর্মকে বর্ম করে শাসনের আবেগ টিকে নি। টিকতে পারে না। এটাই বাস্তবতা।

img কানাই ১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ২১:৩০

শোসন আর ধর্মব্যবসার পরিণতি খুবই কঠিন। যার জন্য পুরো ভবিষ্যৎ জুড়ে পস্তাতে হয়।

img ভূয়াপূরী ১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১৫:৩০

আমরা এক গর্বিত জাতি। কিন্তু গতকাল ভারত যা করলো-মেজাজটা খারাপ হয়ে গেল। পাকিদের হাত থেকে বেঁচে তবে কি আমরা দাদাবাবুদের করদরাজ্যে পরিনত হচ্ছি?

img কানাই ১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ২১:১৫

ওটা কিছুনা জনাব। তাদের দৃষ্টিতে ভারত পাকিস্তান যুদ্ধ। আমাদের দৃষ্টিতে স্বাধীনতা যুদ্ধ। আত্মসমর্পনটা কিন্তু তাদের কাছেই করেছে।