লোডিং... Loading.....................!

img
হোম
ব্লগ
সর্বাধিক পঠিত
সর্বাধিক আলোচিত
অনলাইনে আছেন
লগইন
রেজিস্ট্রেশন
মেনু বন্ধ করুন

মেনু বন্ধ করুন
img

ইলা মিত্র

কলম উত্তম তারিখঃ নভেম্বর ২৯, ২০২০ (রবিবার), ১২:৫৭
  • ৮৪
  • ০
  • ০
  • ০

ধর্ষণ ও পোষাক



পুরুষদের আগে নারীদের জামাকাপড় নিয়ে নারীরাই মন্তব্য করেন বেশি। বিশেষ করে যাদের পরে দেখাবার মতো ফিগার নেই, বা পরতে চান কিন্তু পরিবারের চাপে পরতে পারেন না, নিজেকে অবদমনের মধ্যে দিয়ে যেতে হয় অথবা যারা মনে করেন স্লিভলেস পরার মতো বয়স শেষ হয়ে গেছে।

অনেকে বলবেন, আমি নিজের ইচ্ছেতেই পরি, যা পরতে ভালো লাগে, কেউ আমাকে এ নিয়ে কিছু বলে না। আমি তাদের কথা এক ফোঁটাও বিশ্বাস করি না। সারা পরিবারের সিস্টেম যদি হয়ে থাকে আলখাল্লা পরার, বন্ধুরা সকলে যদি হয়ে থাকে আলখাল্লা পরিহিতা, অথবা বরের পছন্দ যদি হয় আলখাল্লা, তবে সেখানে নিজের আলাদা পছন্দ থাকলেও কিছু করার নেই।

কমিউনিটি এমন এক শক্তি, যা অদৃশ্যভাবে চালায়, সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। ইচ্ছা- অনিচ্ছা নিয়ে ভাবার সুযোগ নেই। নিজেকে বিশ্বাস করাতে হয়, এটাই আমার পছন্দ। এরা ভেতরের যন্ত্রণা থেকে শালীনতার লেকচার একটু বেশিই দেয়। বেশিরভাগ মানুষ যে যা করতে পারে না, বা করার যোগ্যতা নেই, তার জন্যে যুক্তি দাঁড় করাতে ওস্তাদ।

এই যে পোশাক নিয়ে এতো মন্তব্য হয়, আমি তো দেখি পুরুষদের পাশাপাশি নারীরাও পোশাকের শালীনতা নিয়ে লম্বা লম্বা লেকচার দেন। ফলে রেইপের জন্য ঘুরেফিরে ওই পোশাককেই দায়ী করা হয়। পুরুষদের মন্তব্য নিয়ে বেশি কিছু বলার নেই, তারা চায় তাদের সুবিধামতো নারী চলুক। এই সমাজে বোরকা পরা নারীও থাকুক, বেশ্যাও থাকুক। যখন যার দরকার হবে, তার দুয়ারে গিয়ে নক করবে।

সম্মানিত বোনেরা আমার, মনে রাখবেন আপনার জন্যে সেই গদাইয়ের বাপই থাকবে, মারুক কাটুক তার সংসার করার জন্যে বাহবা পাবেন, আর ছেড়ে গেলে হবেন দুশ্চরিত্রা।

এই যে আপনারা অন্য নারীর পোশাকের শালীনতা নিয়ে এতো চিল্লান, কিন্তু কেনো? তনু, মিনু, নুসরাতরা তো শালীন পোশাকই পরতো। আর তিনমাস, ছয়মাস, দশ বছরের বাচ্চার পোশাকে বা বৃদ্ধা নারীর শরীরে এমন কী আছে, যা দেখলে উত্তেজনা সৃষ্টি হয়? তার চেয়ে বড় কথা আপনার যা ভালো লাগে আপনি তাই পরেন, অন্যে তার ভালোলাগা থেকেই তো পরে, তার সেই ভালোলাগায় আপনার সমস্যা কী?

এটা বুঝলাম, ভদ্র, ‘শালীন’ পোশাক পরলে দশে ভালো বলবে, বিয়ের জন্যে ভালো পাত্র পাবেন, নিজের সৌন্দর্য স্বামীকে বিলিয়ে দিবেন, সুখে সংসার করবেন স্রষ্টার অশেষ কৃপায়। বাইরে যাবেন বরকে নিয়ে ফুচকা খাবেন। আপনার মতো শালীন, সুন্দরী, গুণবতী নারী সকলের পছন্দ, তাই রাস্তা থেকে স্বামীর সামনে আপনাকে টেনেহিঁচড়ে নিয়ে যাবে শকুনের দল। আপনাকে তারা ধর্ষণ করবে। এরপর আপনি হবেন, ধর্ষণের শিকার একজন। সকলে বলবে আপনার ‘ইজ্জত’ চলে গেছে। লজ্জায় মুখ দেখাতে পারবেন না। ওই যে শালীনতা শালীনতা বলে সমাজের জন্যে ভালো সাজতেন, সেই সমাজে আপনার পরিচয় ধর্ষণের শিকার নারী। সমাজে আপনাকেই মুখ লুকিয়ে চলতে হবে।

এরপর দেখেন আপনার বর, তার পরিবার আপনার এতো জীবনের শালীনতার কী মূল্য দেয়! এখন আবার বলবেন না, মরার পর মূল্য পাবো। যারা ধর্ষণের শিকার হয়নি তারা মরার পর মূল্য পাবেন না, তাতো নয়। কু-যুক্তি বাদ দেন। সমাজের শিখানো বুলি আউড়ে নিজেকে মনে মনে যতোই শালীন আর ভদ্র ভাবেন না কেনো, ধর্ষকের কাছে আপনি একটা মাংসপিণ্ড ছাড়া কিছুই না, তা আলখাল্লা পরেই থাকুন আর স্লিভলেসই পরেই থাকুন। এর কাছ থেকে এই বললে সম্মান পাওয়া যায়, তার কাছ থেকে ওই বললে সম্মান পাওয়া যায়, সবাই এই ওই, বললে বাহবা দেয়, লাইক কমেন্ট ঝুড়িতে আসে।

কিন্তু আপনি নিজে নিজেকে সম্মান করতে শিখেননি, নিজের ইচ্ছেকে সম্মান করতে শিখেননি, নিজের ভালোলাগাকে সম্মান করতে শিখেননি। সম্মান রেখে দিয়েছিলেন সমাজের কাছে, পুরুষদের কাছে। তারা চাইলে দিবে, ইচ্ছে হলে নিয়ে যাবে। তো কার জন্যে করলেন এতো উৎসর্গ? এখন ধর্মের দোহাই দেবেন না। ধর্মে শুধু নারীদের শালীনতার কথা বলা হয়নি, পুরুষদের শালীনতার কথাও বলা হয়েছে, তাদের চোখকে হেফাজতে রাখতে বলা হয়েছে। জীবনে যতোবার নারীর শালীন পোশাক নিয়ে মন্তব্য করেছেন, পুরুষদের পোশাক নিয়ে বলেছেন কিছু? পাছার নিচে প্যান্ট পরা, ছেঁড়া প্যান্ট পরা বা খালি গায়ে রাস্তায় যখন তখন বের হওয়া নিয়ে কতোবার ভেবেছেন? না ভাবেননি। কারণ আপনি জানেন, পুরুষরা ওরকম পারেই। নারীর স্লিভলেস জামা দেখলেই আপনার শুধু অশালীন লাগে।

প্রশ্ন করুন, নিজেকে ধোঁকা দিচ্ছেন নাতো? নিজের ইজ্জত নিজের কাছে রাখুন, শুধু পোশাক দিয়ে নয়, মুক্তচিন্তার মাধ্যমে, অন্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করুন, অন্যে তার রুচিতে, তার ভালোলাগা থেকে পোশাক পরলে আপনার সমস্যাটা কোথায়? এটা আপনার অবদমনের ফল নয়তো? তা না হলে আপনি নিজের পোশাক আপনার পছন্দে পরতে পারলে, সে নয় কেনো? আমাকে গালি দেবেন, দেন। যুক্তি দেখাবেন, দেখান। কিন্তু সব কিছুতে এতো লাগে কেনো একটু ভাবুন……

ধন্যবাদ

x

প্রত্যুত্তর দিন

লিঙ্ক ইমো ছবি ছবি ভিডিও
ছবি আপলোড

    A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: smiley_table2

    Filename: views/detail.php

    Line Number: 598

    কপিরাইট 2014.
    সকল স্বত্ব সংরক্ষিত