img সুমন ১৫ জুলাই ২০১৮ দুপুর ১২:৪১

রুপম ভাই, গল্পটা একটু বেশি হয়ে গেলো না?

বাবার চাকুরির সুবাদে জীবনের একটা বড় সময় কাটিয়েছি বান্দরবনে। এখনো আমার প্রচুর উপজাতীয় বন্ধু আছে। এখনো বান্দরবনে গেলে বাঙালিদের চাইতে উপজাতীয়দের সাথে বেশি সময় কাটাই। এসব গাঁজাখুরি কথাবার্তা বন্ধ করা দরকার। বাঙ্গালি-পাহাড়ি বন্ধন থাকবে এবং আছে। আপনাদের মতো কিছু কীট সেখানে অশান্তি করছে।